ক্যাম্পাস

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নূর, সম্পাদক গালিব

ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহমাদ গালিব মনোনীত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত সংগঠনটির ১৯তম কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান।

৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল, ইমতিয়াজ আহমেদ ইমন, সুমন শেখ, আহসান হাবীব রানা ও আসিফুর রহমান, সহ-সম্পাদক মনির হোসেন, হাসিবুর রহমান ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান সজিব, কোষাধ্যাক্ষ জিন্নাত মালিয়াত সীমা, দপ্তর সম্পাদক তানিম তানভীর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মিনহাজুর রহমান মাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. সবুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, ওবায়দুর রহমান আনাস, উদয় দেবনাথ, সাদিয়া মাহমুদ মিম, জীবন শেখ, সুমন সরকার, সিহাব হোসেন, মিরাজ হাসান, সাইফুল ইসলাম ও সৌরভ আব্দুল আলিম।

এর আগে একইদিনে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সংগঠনটির ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।

ইরফান উল্লাহ/এমএন/জেআইএম