বিনোদন

আবারও নায়িকার প্রেমে পড়া নিয়ে যা বললেন সৃজিত

আবারও নায়িকার প্রেমে পড়া নিয়ে যা বললেন সৃজিত

নিঃসন্দেহে তিনি কলকাতার তো বটেই, ভারতেরও এই সময়ের গুণি নির্মাতাদের একজন। ব্যক্তি জীবনে যেমন মেধাবী তিনি তেমনি বেশ রোমান্টিক। চাউর আছে যখন যে নায়িকার সঙ্গে কাজ করেন তখন তারই প্রেমে পড়ে যান। স্বস্তিকা-জয়া থেকে শুরু করে অনেক নায়িকারই নাম জড়িয়েছে সৃজিত মুখার্জির জীবনের সঙ্গে।

Advertisement

তবে বাংলাদেশের মিথিলাকে ভালোবেসে বিয়ে করার পর খানিকটা বিরতিতেই ছিল তাকে নিয়ে প্রেমের গুঞ্জন। সম্প্রতি মিথিলার সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে বলে জানা যায়। এর মধ্যে নতুন নায়িকা নিয়ে ছড়িয়েছে সৃজিতের প্রেমের গুঞ্জনও।

অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে ঘিরে প্রেমের গুঞ্জন ইদানীং তুঙ্গে। কিছুদিন ধরেই এই জল্পনা ভেসে বেড়াচ্ছে টলিপাড়ায়। আর তাতে ঘি ঢেলেছে সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে তাদের একসঙ্গে উপস্থিত হওয়া।

সুস্মিতাকে নিয়ে ‘ডিয়ার মা’ ছবি দেখতে যান সৃজিত

Advertisement

এরপর পুরীতে নতুন একটি সিনেমার শুটিংয়ের সময়, নীলাচলের সৈকতে সৃজিত-সুস্মিতার একটি ঘনিষ্ঠ সেলফি প্রকাশ্যে আসে। অভিনেত্রী নিজেই ছবিটি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি ভাইরাল হওয়ার পর, দর্শক-সমালোচকদের জিজ্ঞাসা- তবে কি সত্যিই নতুন কোনো সম্পর্কের শুরু?

প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা দুজন খুব ভালো বন্ধু। অল্প সময়েই ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। কারা কী বলছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই।’

এই প্রসঙ্গে সৃজিতও মুখ খুলেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমে মজার ছলে প্রতিক্রিয়া দেন। বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে ঘিরে এত আলোচনা হচ্ছে বিষয়টা ভেবেই অবাক হচ্ছি! আমরা পিরিয়ড ড্রামা বানালেও জীবনটা কিন্তু চলমান। তাই সবাই একটু রিলাক্স করুন। একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।’

প্রেম হোক বা বন্ধুত্ব, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতেই হলো দুই তারকাকে। তবে এতেই যে জল্পনার ইতি ঘটবে, তা বলা যাচ্ছে না।

Advertisement

এলআইএ/জেআইএম