খেলাধুলা

আন্দ্রে রাসেলের ব্যাট দিয়ে তারই দলকে পেটালেন টিম ডেভিড

ঘরের শত্রু বিভীষণ। আন্দ্রে রাসেলের সতীর্থরা এখন এমন কথা বলতেই পারেন। টিম ডেভিড যে ব্যাট দিয়ে বেদম পেটালেন ক্যারিবীয় বোলারদের, সেই ব্যাটটা যে আন্দ্রে রাসেলের কাছ থেকেই পাওয়া!

টি-টোয়েন্টিতে ৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডবইয়ে নাম লিখিয়েছেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের এই ফরম্যাটে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতেই ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রানের বিশাল সংগ্রহ সহজে টপকে গেছে অস্ট্রেলিয়া। শুক্রবার বেসেতেরের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ঘরের মাঠের ক্যারিবীয়দের ২৩ বল হাতে রেখে হারিয়েছে সফরকারী দল। দুই ম্যাচ হাতে রেখে জিতেছে সিরিজও।

তার চেয়েও চমকপ্রদ খবর জানালেন টিম ডেভিড। যে ব্যাট দিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর স্টিমরোলার চালিয়েছেন, সেটি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাছ থেকেই পাওয়া।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে টিম ডেভিড বলেন, ‘আমি দ্রে রাসের (আন্দ্রে রাসেল) ব্যাটটা বয়ে বেড়াচ্ছি এক বছর ধরে। আমার মনে হয়েছে, এখনই এটা ব্যবহারের সেরা সময়। পাওয়ার হিটিং নিয়ে আমি অনেক কাজ করেছি। এখন শট সিলেকশন নিয়েও কাজ করছি।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন টিম ডেভিড। অসি ব্যাটার জানালেন, এই অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে তার।

ডেভিড বলেন, ‘ভাবিনি অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করার সুযোগ পাব, তাই আমি উত্তেজিত। পিচ ভালো এবং ছোট বাউন্ডারি ছিল, তাই নিজের শক্তির ওপর ভরসা করেছি। ওয়ার্নার পার্ক ব্যাট করার জন্য একটি দুর্দান্ত জায়গা এবং সিপিএলে এখানে অভিজ্ঞতা থাকাটা দারুণ ছিল।’

এমএমআর/এএসএম