জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জার্মানির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়ে জানানো হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাখাওয়াত হোসাইন তুরাগ। যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সদস্যসচিব তামান্না ইয়াসমিন মুখ্য সংগঠক মাসুদুর রহমান, কার্যনির্বাহী সচিব সাফওয়াত আবেদীন, অর্থসচিব মোহাম্মাদ সাইফুর রহমান, আঞ্চলিক সংগঠক হয়েছেন মো. ফয়জুল্লাহ ফাইয়াজ এবং মুহাম্মাদ মাসুদ রানা।
এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন মোহাম্মাদ আনিস উদ্দিন, মো. ইশতিয়াক হোসেন, আমিনুর রহমান, শাহাদ ইশরাক, নাফিসা সায়েদা, আলিফ আল মুন্তাসির জিম, শেখ হাফিস মইন, মেজবাহ উদ্দিন মুরাদ, ফারহান মামুন, তায়েব হোসাইন, কাউছার বিন আহাম্মদ, পারভেজ আবেদিন জিকু এবং পারভেজ রাকিব।
আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এনএস/এমএএইচ/এমএস