সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, ভেন্যু আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ জুলাই ২০২৫
এশিয়া কাপ ক্রিকেটে ভারত ও পাকিস্তান। ফাইল ছবি।

এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক ছিল ভারত। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টটি মাঠে গড়াবে কি না, গড়ালে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে ঘোর সংশয় ছিল। আবার এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন।

শেষ পর্যন্ত সব জ্বল্পনা-কল্পনা ছাপিয়ে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আগামী সেপ্টেম্বরেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহসিন নাকভি আজ বিকেলের দিকে এক্স হ্যান্ডলে (টুইটার) পোস্ট করা একটি বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেন।

মাহসিন নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৫ সালের এসিসি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি! বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশিত হবে।’

আরও পড়ুন: এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান!

                ভারতের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের ভেন্যু-সূচি চূড়ান্ত হবে 

               এশিয়া কাপে খেলবে না ভারত- খবর অস্বীকার বিসিসিআইয়ের

এশিয়া কাপ এবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যদিও এ টুর্নামেন্ট নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা বয়কট করার হুমকি দিয়েছিল ভারত। যদিও শেষ পর্যন্ত অনলাইনে হলেও তারা এই সভায় অংশ নেয়।

২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত ওই সভার পর এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি জানিয়েছেন আগামী এশিয়া কাপের ভেন্যু এবং সূচি ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

এরই মধ্যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে, ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপ রেখে সূচি চূড়ান্ত করা হচ্ছে। এছাড়া আয়োজক ভারত হলেও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা ও এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভির মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।

এরই মধ্যে মাহসিন নাকভি নিজেই আজ বিকেলে এশিয়া কাপের সময় এবং ভেন্যুর কথা জানিয়ে দিলেন। যদিও তিনি জানালেন সূচি খুব শিগগিরই নির্ধারণ করা হবে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।