আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এন্ড পয়েন্ট সাপোর্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিবিভাগের নাম: আইসিটি (অফিসার-এসইও)
পদের নাম: এন্ড পয়েন্ট সাপোর্ট অফিসারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানঅভিজ্ঞতা: ০২-০৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে
আরও পড়ুনবিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনজুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ দেবে সেনাবাহিনী, ২৮ বছরেও আবেদন১৮৫ জনকে নিয়োগ দেবে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে Al-Arafah Islami Bank PLC ক্লিক করে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঅফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ৮৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়১১ পদে নিয়োগ দেবে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটআবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
এমআইএইচ/জেআইএম