জাতীয়

মধ্যরাতে ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি বাসার ষষ্ঠতলা থেকে ঝাঁপ দিয়ে মো. আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর মামা রকিবুল কামাল বলেন, আমার ভাগ্নে ধানমন্ডির একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত পরশুদিন চট্টগ্রাম থেকে বাসায় আসি। সে আমার কাছেই ছিল রাতে। রাতের কোনো একসময় ছাদ থেকে লাফিয়ে পড়েছে। এ বিষয়ে আর আমি কিছু জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জেআইএম