নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত শেখ (১৪)। সে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে।
রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে।
নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বলেন, বিকালে বাড়ির পাশের পুকুরের পাশ দিয়ে হেটে গরু আনতে যায় আরাফাত। যাবার সময় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাফিজুল নিলু/আরএইচ/এমএস