মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।
ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বেলা সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়।
লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা গণমাধ্যমেকে জানান, রাতুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি। হাসপাতাল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে।
চিত্রনায়ক জসীমের তিন ছেলে সানী, রাতুল ও রাহুল। তাদের মধ্যে রাতুল ছিলেন মেজো।
রাতুল ও তার ব্যান্ড ‘ওউন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। এরপর থেকে ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে।
কেবল গায়ক নয়, রক সংগীতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন রাতুল। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ভূমিকা রয়েছে।
এমআই/এসএএইচ