রাজনীতি

নিজ দলের নেতাকর্মীর দুর্নীতির বিরুদ্ধে মামলার সংস্কৃতি থাকা উচিত

নিজ দলের নেতাকর্মীদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে মামলা করার সংস্কৃতি চালু থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আকরাম হোসেন।

রোববার (২৭ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

তিনি লেখেন, বাংলাদেশে রাজনৈতিক দলের পক্ষ থেকে মামলা করার তেমন কোনো প্রচলন নেই। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের চাঁদাবাজি বা অন্যায়ের প্রমাণ পাওয়ার পর দল শুধু বহিষ্কার করে বসে থাকে, কিন্তু কোনো আইনগত পদক্ষেপ নেয় না। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়। তাই রাজনৈতিক দলের নিজ নেতাকর্মীদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে মামলা করার একটি সংস্কৃতি চালু হওয়া উচিত।

পোস্টে আকরাম আরও লেখেন, যদি কোনো দলের নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সেই দলকে নিজ উদ্যোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা চালু হলে রাজনীতির নামে অপরাধ করার প্রবণতা অনেকটাই কমে আসবে।

এমএইচএ/এমআরএম/জিকেএস