দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস বন্ধ তিনদিন, দুর্ভোগে যাত্রীরা

দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তিনদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। রোববার (২৭ জুলাই) থেকে তারা কর্মবিরতি পালন করে আসছেন। হঠাৎ বাস চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, গত ২৬ জুলাই গোদাগাড়ীতে রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী যাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে এসেছেন শিবগঞ্জ উপজেলার তারেক রহমান। সকাল থেকে বৃষ্টি ও বাস বন্ধে ভোগান্তিতে পড়েন তিনি। তার ভাষ্য, বিকেলে চিকিৎসার জন্য রাজশাহীতে যাচ্ছিলাম। কিন্তু জানা ছিল না বাস চলাচল বন্ধ রয়েছে। এখন ভোগান্তিতে পড়লাম।

পলশা এলাকার বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম জানান, সকালে অফিসের কাছে রাজশাহীতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। এসে শুনি বাস চলাচলও বন্ধ। পরে সিএনজিতে করে দ্বিগুণ ভাড়া দিয়ে রাজশাহীতে যাচ্ছি।

এদিকে মঙ্গলবার বেলা ১২ টায় দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে আলোচনার কথা রয়েছে। এতে সমাধান হতে পারে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

সোহান মাহমুদ/এমএন/জিকেএস