দেশজুড়ে

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফতুল্লা উত্তর থানা জামায়াতের উদ্যোগে ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে এ কার্যক্রম চলে।

এসময় দলটির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশ কার্যক্রমে অংশ নেন। অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির আবদুল জব্বার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম