দেশজুড়ে

৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক

চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তিন দিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সম্মিলিত সভায় এ সিদ্ধান্ত হয়। এমনকি বাস কাউন্টার থেকে বাস ছাড়তে এক মিনিট দেরি হলে ১০০ টাকা জরিমানার সিদ্ধান্তও হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, দুই পক্ষের মারামারির ঘটনা আলোচনা করেছি। তিন দিন বন্ধ থাকার পর দুপুর ৩টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সবাই সম্মিলিত হয়ে কাজ করব। তবে কাউন্টার থেকে দেরিতে বাস ছাড়তে পারবে না চালকরা। এক মিনিট দেরি হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম