জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘জুলাই মাদারস: দেয়ার আই’স রিমেমভার (July Mothers: Their Eyes Remember) শীর্ষক ডকুমেন্টারি সিরিজ।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সিরিজের প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) মুক্তি পেয়েছে।
আরও পড়ুন জুলাই গণঅভ্যুত্থান: ২০ জুলাই সারাদেশে চলচ্চিত্র প্রদর্শনপ্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এর আগে ২০ জুলাই জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘পিপল হু ফট ফর আস’ ও ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: স্টোরি অব মুসতাক আহমদ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এমইউ/বিএ/এএসএম