দেশজুড়ে

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামের মো. শাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের মো. মজনু মিয়া (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শাহাবুদ্দিন ও মজনু মিয়া বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় হঠাৎ পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসকে রাসেল/আরএইচ/এএসএম