পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বুধবার (৩০ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। নিহত হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি আল হাবিব। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতে পরিত্যক্ত ওই ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির গলায় একটি শার্ট পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।
পরিবার ও স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে পরিত্যক্ত ভবনের ওই টয়লেটে ফেলে রেখে গেছে। এ ঘটনার দোষীদের শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা।
বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পেছনের একটি পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। তারপর আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে বিষয়টি তদন্ত করছে। বাচ্চাটিকে কে হত্যা করলো, কীভাবে মারা গেলো আমরা রহস্য উদ্ধারের চেষ্টা করবো।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের সময় গলা শার্ট দিয়ে প্যাঁচানো ছিল। শ্বাসরোধ করে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সফিকুল আলম/জেডএইচ/জিকেএস