বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ
আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস/ছবি-সংগৃহীত
আজ ২৮ জুলাই, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। দিনটি বিশ্বজুড়ে পালিত হয় প্রকৃতিকে সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে। পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের প্রতি মানুষের দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করে থাকে বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠন।
প্রতি বছর ২৮ জুলাই পালিত হয় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, যার মূল উদ্দেশ্য মানবজাতিকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তোলার লক্ষ্যে উদ্বুদ্ধ করা।
২০২৫ সালের বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো জীববৈচিত্র্য রক্ষা, অবনমিত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা প্রচারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির জাগো নিউজকে বলেন, আমাদের দেশের প্রাণ-প্রকৃতি দিন দিন বিলুপ্ত হচ্ছে। ঢাকায় তো নগরায়ণের ফলে প্রকৃতি বিলীন হচ্ছে। প্রকৃতিকে আইনের মাধ্যমে সংরক্ষণ করতে তো হবেই, এরপর প্রতি সরকার ও মানুষের দরদ থাকতে হবে। তবুও এই দিবসগুলোতে গাছ লাগানো, নদী পরিষ্কার, জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা কার্যক্রমে উদ্দীপনাকে ছড়িয়ে দিতে হবে।
আরএএস/এমআরএম/জিকেএস