আজকের কৌতুক: নারী সম্পর্কে পুরুষ যা জানেন

নারী সম্পর্কে পুরুষ যা জানেন
দুই বন্ধু। এখন তারা বয়সের ভারে নুয়ে পড়েছেন। একদিন তারা সারাজীবন কী করেছেন, কী পেয়েছেন, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছেন। এক বন্ধু অন্যজনকে বলছেন—
১ম বন্ধু: আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
২য় বন্ধু: জানি না তো, কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষকের বয়স বের করার উপায়
গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?
বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?
পলি: স্যার, আমি পারবো।
শিক্ষক: তাহলে বল তো দেখি?
পলি: আপনার বয়স চল্লিশ।
শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?
পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইংরেজি শেখার সহজ উপায়
এক রোগী এসেছেন চোখের চিকিৎসকের কাছে—
রোগী: ডাক্তারবাবু, চশমা নেওয়ার পর কি আমি এ-বি-সি-ডি পড়তে পারব?
চিকিৎসক: অবশ্যই পারবেন।
রোগী: এবার দেখব, কোন ব্যাটায় বলে আমি ইংরেজি পারি না।
কেএসকে/এএসএম
আরও পড়ুন
বিজ্ঞাপন