আজকের জোকস: স্ত্রীর প্রেমিকের সংখ্যা কত
স্ত্রীর প্রেমিকের সংখ্যা কত
স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?
স্ত্রী বলল, হ্যাঁ।
স্বামী রেগে বললো, তাহলে ওই লোকটির নাম বলো। এক্ষুণি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।
স্ত্রী বলল, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?
****
বেশি কথা বলা পরিবারের ঐতিহ্য
শিক্ষক: তুমি বড্ড বেশি কথা বলো
ছাত্র: কিচ্ছু করার নেই! এইটা আমাদের পরিবারের ঐতিহ্য।
শিক্ষক: মানে?
ছাত্র: মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।
****
স্বামী-স্ত্রী ভালোবাসার পরীক্ষা দেবেন যেভাবে
এক ভদ্রলোক তার স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন, যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে।
তার স্ত্রী তার গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন, তুমি কি ভাব, আমি তোমাকে ভালোবাসি না?
কেএসকে