আজকের জোকস: প্রেমিকের ভালোবাসার প্রমাণ
প্রেমিকের ভালোবাসার প্রমাণ
প্রেমিকা: তুমি কি আমাকে ভালোবাস?
প্রেমিক: একশ বার!
প্রেমিকা: কিন্তু আমাকে তো পরোয়াই কর না তুমি!
প্রেমিক: যে সত্যিকারের প্রেমে পড়ে সে কারো পরোয়া করে না।
****
ভুলে যাওয়া রোগ নিয়ে ডাক্তারের কাছে জলিল
জলিল: ডাক্তার সাহেব, আমার সব কিছু ভুলে যাওয়ার রোগ হয়েছে।
ডাক্তার: কবে থেকে এই সমস্যা হচ্ছে?
জলিল: কোন সমস্যা?
****
স্ত্রীর নিশানা একদম ঠিক
স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে থালা-বাসন ছুড়ে মারে।
জজ: সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী: আগে থেকেই।
বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।
কেএসকে