ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: ড্রাইভারকে আরেকটা সুযোগ দেবেন স্ত্রী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

ড্রাইভারকে আরেকটা সুযোগ দেবেন স্ত্রী
স্বামী অফিস থেকে ফিরেই রাগে চিৎকার করতে শুরু করলো। স্ত্রী এসে জিজ্ঞাসা করলেন—
স্ত্রী: কি হলো তোমার, এত রেগে আছ কেন?
স্বামী: আর বলো না, এই ড্রাইভারকে আজই বিদায় করে দেব। বেপরোয়া গাড়ি চালায়। ছয়-ছয় বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি। আজ ও আমাকে প্রায় মেরেই ফেলেছিল।
স্ত্রী: না, না, লক্ষ্মীটি। ওকে বিদায় কোরো না। আর একটা সুযোগ অন্তত দাও তাকে।

কেএসকে/এমএস

আরও পড়ুন