জাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবি আদায়ের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আত্মপ্রকাশ করেছে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামের নতুন প্ল্যাটফর্ম।
রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এবং সহ-মুখপাত্র ফাহমিদা ফাইজা ও মালিহা নামলাহ।
সদস্যরা হলেন আয়েশা সিদ্দিকা মেঘলা, ঐন্দ্রিলা মজুমদার অর্না, ফারহানা বিনতে জিগার ফারিনা, নাদিয়া রহমান অন্বেষা, জাইবা জাফরিন, মিফতাহুল জান্নাত তাহিয়া, তানজিলা তাসনিম সেতু, জান্নাতুল মাওয়া শ্যামন্তী, প্রিয়াঙ্কা কর্মকার, নাবিলা বিনতে হারুন,আফিয়া ইবনাত সামিহা ও মেহজাবীন পালোয়ান।
ধর্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র সৈয়দা মেহের আফরোজ শাঁওলি বলেন, ‘আজকে নতুন বাংলাদেশে আমাদের এরকম একটি জায়গায় দাঁড়াতে হচ্ছে, এটা আসলে লজ্জাজনক। তবুও এ লজ্জা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
তিনি বলেন, ‘একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এটা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, এটা মূল্যবোধের অবনতি, মানসিক অবনতি। এই অবনতিকে ঠেকাতেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি।’
সৈকত ইসলাম/এসআর/জেআইএম