ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চাইলো চবি ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৮ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে চাকসু ও কলা ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ শেষে এক সমাবেশে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছি।

চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ না। ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের সব শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

এর আগে ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাম্য। তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমেদ জুনাইদ/জেডএইচ/জিকেএস