চুরির অপবাদে ঢাবি শিক্ষার্থীকে মারধর, দোকানিকে পুলিশে সোপর্দ
অভিযুক্ত দোকানিকে পুলিশে সোপর্দ করেন শিক্ষাথীরা
রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে চুরির অপবাদে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষাথীরা।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় মারধরের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দুই শিক্ষার্থী।
আহতরা হলেন- ঢাবির সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম এবং একই সেশনের শিক্ষার্থী আয়াজ।
- আরও পড়ুন
ভবিষ্যতে মব ও জনদুর্ভোগ করলে সেনাবাহিনী কঠোর হবে: সেনাসদর
সিলেটে ভাইকে হত্যায় চার সহোদরসহ ৮ জনের মৃত্যুদণ্ড
ভুক্তভোগী শাহেদুল ইসলাম বলেন, আমাদের এক বান্ধবী দোকানে গিয়ে কিছু না কিনেই বেরিয়ে আসলে দোকানদাররা তাকে বাজে ভাষায় অপমান করেন। এ ঘটনায় আমরা প্রতিবাদ করতে গেলে হঠাৎ ৪০-৫০ জন ব্যবসায়ী আমাদের ওপর হামলা চালান। পরে আমাকে একটি আলাদা কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করেন।
এ ঘটনা জানাজানি হলে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত দোকানে ভাঙচুর চালান। এরপর ওই দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও নিউমার্কেট থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এফএআর/কেএসআর