ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই সদস্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জবি | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৪ জুন ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২২ জুন রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১)(ঙ) ও ৩৫(২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের মনোনয়নের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি ২২ জুন থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কার্যপরিচালনায় তার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হয়।

টিএইচকিউ/জেএইচ/জেআইএম

বিজ্ঞাপন