ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির রঙ্গভূমির নেতৃত্বে তাকরিম-নওমী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জবি | প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৪ জুন ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যসংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি’র ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাট্যকলা বিভাগের ২০২০-২১ সেশনের তাকরিম আহমেদ সভাপতি ও একই বিভাগের ২০২০-২১ সেশনের ওয়াহীরা আহম্মেদ নওমীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি’র মডারেটর সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিটিতে সহ-সভাপতি হিসেবে শোভন চক্রবর্তী ও ব্রজো গোপাল রায়; যুগ্ম সা: সম্পাদক হালিমাতুস সাদিয়া নিশা; সাংগঠনিক সম্পাদক মুগ্ধ আনন; সহ সাংগঠনিক সম্পাদক পলক সাহা; অর্থ সম্পাদক রাজিন মো. বাবু; দপ্তর সম্পাদক সৌমেন মণ্ডল; প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দীন; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাফিজ তোফা; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনন মুস্তাকিন; উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাফিসা নূর নোভা; পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুনতাহানা ফিজা; উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক অথৈ দাস মেঘলা; জনসংযোগ বিষয়ক সম্পাদক সিয়াম আবু রাফি; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাঈদ আনসারী; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রূপক সাহা গৌরব; উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন সোহান; অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মায়িশা সরকার; উপ অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহবুব আলম; উপ অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনন্ত দূর্বা; কার্যনির্বাহী সদস্য সিথী মোহন্ত, রিয়াসা রায় শিউল, কামরুল ইসলাম শায়ক, সচিব প্রত্যয় চৌধুরী, রহমান আনিস, শুভ নাথ

নবগঠিত কমিটির সভাপতি তাকরিম আহমেদ বলেন, রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন। শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগ্রামেও জগন্নাথের শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ ৭ বছরের পথচলায় দেশের বিভিন্ন জায়গায় মঞ্চ নাটক, পথ নাটক, নাটিকা এবং জনসচেতনতামূলক বিভিন্নরকম পারফরম্যান্স তৈরি করেছে জবি রঙ্গভূমি। সেই ধারাবাহিকতা নিয়েই কাজ করে যাবে নতুন কমিটি। বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ জবি রঙ্গভূমি।

টিএইচকিউ/এমআরএম/জেআইএম

বিজ্ঞাপন