রাবির কলা অনুষদে শিক্ষক নিয়োগে বাধা দূর করলো আপিল বিভাগ
এক রিটের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদে শিক্ষক নিয়োগে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এতে ওই অনুষদে শিক্ষক নিয়োগে বাধা থাকলো না।
বুধবার (২৫ জুন) শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশকে স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার জজ।
বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক আব্দুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২ জুনে হাইকোর্ট বিভাগ কলা অনুষদের শিক্ষক নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত থাকবে বলে আদেশ দেন। এটি আমরা ১৫ তারিখে জানতে পারি। জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগে আপিল করি। ২৫ তারিখে এই মামলার শুনানিতে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগ।
তিনি আরও বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নিয়োগ প্রক্রিয়া চলমান রাখতে কোনো বাধা থাকলো না। এখন মামলার শুনানি চলতে থাকবে, অপরদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ কার্যক্রম চলতে থাকবে। আদালত আপিলের মেরিট দেখে খুশি হয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন এবং আরও কিছু আদেশ দিয়েছেন যা আমরা এখনো পাইনি।
এর আগে বুলবুল রহমান নামের উর্দু বিভাগের ২০১৩-১৪ সেশনের এক শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন (নং ৮৮৩৭/২০২৫) দায়ের করেন। তিনি রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। রিট পিটিশনে তিনি উল্লেখ করেন, এ বছরের ১৫ এপ্রিলে প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন ও পদায়ন নীতিমালা, ২০২৫’ এবং এর ভিত্তিতে ৩০ এপ্রিলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং ০১/২০২৫-এর শর্ত নং-১ তাকে আবেদন করতে বাধা দিচ্ছে। যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২১ সালে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার গাইডলাইন লঙ্ঘন করছে।
গত ২ জুন বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি শেষে কলা অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মনির হোসেন মাহিন/এমএন/এএসএম