ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির ২৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা, বেড়েছে ৪৮ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জবি | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ৩০ জুন ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বছরের তুলনায় ৪৮ দশমিক ১৭ শতাংশ বেশি।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন।

প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৮৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এ ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছে বাজেট সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, গত বছরের তুলনায় এ বছরের বাজেট ৪৮ শতাংশ বেড়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে সম্পূরক বৃত্তির কথা বাজেটে উত্থাপন করা হয়েছে তা পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পাই না কেন শিক্ষার্থীদের এ সম্পূরক বৃত্তি জুলাই থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অন্যান্য খাতেও আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট ৪৮ শতাংশের বেশি বৃদ্ধি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই বাজেট বৃদ্ধির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি, অস্থায়ী আবাসন, গবেষণা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠায় এটি বড় ধরনের সহায়ক হবে। আমি এই বাজেট অনুমোদনের ক্ষেত্রে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য ইউজিসি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে গুণগত শিক্ষায় আরও একধাপ এগিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদী।

টিএইচকিউ/বিএ/এএসএম