ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে জুলাই ওমেনস ডে উদযাপন শুরু

জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা স্বীকৃতি দিতে আয়োজিত জুলাই ওমেনস ডে পালন কর্মসূচিটি শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জুলাই অভ্যুত্থানের নানা ডকুমেন্টারি প্রদর্শনী করা হচ্ছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়।
এসময় শহীদ মিনারে বেশ কয়েকটি ডিসপ্লেতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। এসব ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনেও শিক্ষার্থীদের উপভোগ জন্য বেশ কয়েকটি ডিসপ্লে লাগানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, আনসার, প্রক্টরিয়াল টিমের সদস্যসহ বেশ কিছু নিরাপত্তা টিম কাজ করছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বাদে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রবেশমুখে ঢাবির আইডি কার্ড দেখাতে হচ্ছে।
এছাড়া জুলাই ওমেনস ডে’তে নারীদের হলগুলোতে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এফএআর/এমআইএইচএস/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে
- ২ ভিসেরা রিপোর্টে সাজিদ হত্যার ইঙ্গিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
- ৩ আব্বা দেশের জন্য শহীদ হয়েছেন, আমাদের কোনো আফসোস নেই
- ৪ জামায়াত নেতার সুপারিশ, ভুলে স্টোরিতে প্রবেশপত্র দিলেন উপ-উপাচার্য
- ৫ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে লাল কার্ড শিক্ষার্থীদের