জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারীদের স্মরণে শহীদ মিনারে ড্রোন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ড্রোন শো। নারীদের অবদানকে স্মরণ করতেই এ আয়োজন, যেখানে নানা প্রতিবাদী মুহূর্তের প্রতিচিত্র তুলে ধরা হয় আকাশে আলো ও শব্দের মাধ্যমে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার পর শুরু হওয়া এই শো’তে উঠে আসে অভ্যুত্থানকালীন নারীদের সাহসিকতা, মিছিল, স্লোগান ও অংশগ্রহণের দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত নারী শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শো’র অন্যতম আকর্ষণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত বিদ্রূপাত্মক বক্তব্য, ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়াও প্রদর্শিত হয় ঐতিহাসিক স্লোগান, ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’ ও ‘মাতৃভূমি অথবা মৃত্যু’।
বিজ্ঞাপন
আকাশে আলোর রেখায় ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের প্রতিকৃতি, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতনের শিকার তন্বীর চিত্র। আরও উঠে আসে বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিহতদের স্মরণে কিছু প্রতীকী দৃশ্য।
জুই নামে এক শিক্ষার্থী বলেন, এই ভিজ্যুয়াল শো কেবল স্মৃতিচারণ ছিল না বরং তা ছিল প্রতিবাদ ও প্রতিরোধের ভাষায় উচ্চারিত এক ইতিহাস।
এফএআর/এমআরএম/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সেশনজট থেকে ক্রমান্বয়ে মুক্তি পাবে জবি শিক্ষার্থীরা: উপাচার্য
- ২ বাকৃবি অধ্যাপকের তৈরি অ্যাপে ইন্টারনেট ছাড়াই মিলবে গবাদিপশুর সেবা
- ৩ ইউজিসির হিট প্রকল্পে অনিয়ম ও আওয়ামীপন্থিদের প্রাধান্যের অভিযোগ
- ৪ বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জীবনে শিক্ষার্থীদের শুধু ভালোটাই নিতে হবে
- ৫ সাধারণ শিক্ষার্থীদের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ছাত্রী সংস্থা