বিটেকে ভর্তি পরীক্ষা ১৮ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটেক প্রশাসন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। মোট ১০০ আসনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫টি, উপজাতি কোটায় ১টি এবং হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় ১টিসহ মোট ৭টি আসন সংরক্ষিত থাকবে।
ক্যাম্পাসের অফিস কক্ষ থেকে আবেদনকারীরা ৯০০ টাকা জমাদানপূর্বক ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিটেকের নিজস্ব ওয়েবসাইট থেকেও ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষা ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ২১ জুন এবং ২২ থেকে ২৫ জুন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট (www.btec.gov.bd ) থেকেও জানা যাবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২ ফেব্রুয়ারি
- ২ জবির ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিএনসিসি-রোভার স্কাউট
- ৩ জবিতে ১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু: উপাচার্য
- ৪ নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন ‘স্পোর্টস ডে’
- ৫ জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টায়