ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জুলাইয়ের চেতনা ধারণ করে আসছে শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১১:২১ এএম, ১৭ জুলাই ২০২৫

চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমরা একটি শিক্ষক প্ল্যাটফর্ম করার উদ্যোগ নিয়েছি। নতুন এই সংগঠনের উদ্দেশ্য, কর্মসূচিসহ কনসেপ্ট নোট আমরা দ্রুতই প্রকাশ করবো। এই মাসের সম্ভাব্য ২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হবে। আশা করি এই জুলাইতেই আমরা শুরু করতে পারবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্যাকসহ দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্ল্যাটফর্ম হবে এটি। দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা এই প্ল্যাটফর্মে কানেক্ট করবো। সংবাদ সম্মেলন করে আমরা এটি বিস্তারিত প্রকাশ করবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণকারী দুটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে প্রথমে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। পরে এটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) রূপান্তরিত হয়। আন্দোলনে নেতৃত্বদানকারী অপর অংশ গঠন করে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে রাজনৈতিক প্ল্যাটফর্ম।

টিএইচকিউ/ইএ/এএসএম

বিজ্ঞাপন