ঢাবির অমর একুশে হল ট্রাস্ট ফান্ডে ২০ লাখ টাকা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে হল প্রশাসন। হলের অভ্যন্তরীণ উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়।
বুধবার (১৬ জুলাই) হল প্রশাসনের পক্ষ থেকে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি তুলে দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, হলের সব আবাসিক শিক্ষক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অমর একুশে হলের নিজস্ব তহবিল থেকে ১৫ লাখ টাকা মূলধন দিয়ে ২০০৭ সালের ২২ অক্টোবর এই ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। পরে বিভিন্ন পর্যায়ে ফান্ড সমৃদ্ধ করা হয়। বর্তমান অনুদানসহ ট্রাস্ট ফান্ডে গচ্ছিত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লাখ টাকা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ট্রাস্ট ফান্ডের নিয়ম অনুযায়ী, গচ্ছিত মূলধনের লভ্যাংশ থেকে প্রতি বছর হলের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বৃত্তির জন্য হলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষ সম্মান শ্রেণির ছাত্ররা আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষসমূহের পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে। পুনঃভর্তি নেওয়া কোনো ছাত্র বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।
বৃত্তির সংখ্যা এবং অন্যান্য নিয়ম বৃত্তি সাব-কমিটি নির্ধারণ করবে। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একজন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। তবে কোনো বিভাগে আবেদন না এলে কিংবা যোগ্য আবেদনকারী না পাওয়া গেলে সেটি অন্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তরযোগ্য হবে।
বিজ্ঞাপন
এফএআর/ইএ/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু মঙ্গলবার
- ২ সেশনজট থেকে ক্রমান্বয়ে মুক্তি পাবে জবি শিক্ষার্থীরা: উপাচার্য
- ৩ বাকৃবি অধ্যাপকের তৈরি অ্যাপে ইন্টারনেট ছাড়াই মিলবে গবাদিপশুর সেবা
- ৪ ইউজিসির হিট প্রকল্পে অনিয়ম ও আওয়ামীপন্থিদের প্রাধান্যের অভিযোগ
- ৫ বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জীবনে শিক্ষার্থীদের শুধু ভালোটাই নিতে হবে