ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে লিফলেট বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২০ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে গণসংযোগ করছে ‌‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স’।

রোববার (২০ জুলাই) সকাল ৯টা থেকে বিভিন্ন একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেটসহ ক্যাম্পাসের জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, রাকসুর তফসিল ঘোষণা করতে টালবাহানা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। আমরা জানতে পেরেছি, লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলগুলোর বাধার মুখে তারা রাকসু আটকিয়ে দিতে তৎপর। তবে শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে রাকসু আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।’

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে লিফলেট বিতরণ

আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, রাকসু ইস্যুতে এক দফা দাবিতে সোমবার (২১ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স। ওই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলোকে সংহতি জানানোর আহ্বান জানাই।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে ড. সালেহ্ হাসান নকীব গত বছরের সেপ্টেম্বরে বলেছিলেন, পাঁচ মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজন করবেন। সেই সময়সীমা পেরোনোর এক মাস পর এ বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাকসু নির্বাচনের পথনকশা প্রকাশ করা হয়। সেই পথনকশা অনুযায়ী কোনো কাজই এগিয়ে নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস