কৃষি বিশ্ববিদ্যালয়
অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে লাল কার্ড শিক্ষার্থীদের
বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দেন। এসময় তারা বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহাকে লাল কার্ড প্রদর্শন করেন।
বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে কুরুচিপূর্ণ শব্দচয়নের মাধ্যমে বিবৃতি প্রদানের প্রতিবাদে আমরা পশু পালন অনুষদের শিক্ষার্থীরা বাহাকে লাল কার্ড প্রদর্শন করেছি এবং বাহার বিবৃতি প্রত্যাখ্যান করেছি।
এ বিষয়ে বাহার সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মহাসচিব মো. রফিকুল ইসলাম খানের (ডন) সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২৮ এপ্রিল থেকে ভেটেরিনারি সায়েন্স ও পশু পালন অনুষদকে একসঙ্গে করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাকৃবির পশু পালন অনুষদের শিক্ষার্থীরা।
আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস