জাবি উপাচার্য
গবেষণার লক্ষ্য হওয়া উচিত ব্যাপক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, নিজস্ব পরিবেশ-প্রতিবেশ বিবেচনায় নিয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে। গবেষণার লক্ষ্য হওয়া উচিত ব্যাপক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপাচার্য বলেন, প্রত্যেক গবেষণায় দর্শন বা নীতি-নৈতিকতা থাকে। তবে অনুন্নত বা অনগ্রসর রাষ্ট্রগুলো নীতি-নৈতিকতা প্রয়োগের দিক থেকে উপেক্ষিত থাকে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন সহায়ক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ড. একেএম নূরুজ্জামান।
সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন।
রাকিব হাসান প্রান্ত/এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ প্রবেশপত্র ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ২ জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন
- ৩ শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত, বর্তমান কমিটির মেয়াদ বাড়লো ১ বছর
- ৪ ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ: জকসু জিএস
- ৫ শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু