ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন বুয়েটের একজন নিরাপত্তা কর্মকর্তা। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাইবার সুরক্ষা আইনে চকবাজার থানায় হওয়া একটি মামলায় বুধবার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা চকবাজার থানায় মামলা করলে শ্রীশান্তকে গ্রেফতার দেখায় পুলিশ।

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের কিছু নেই। তার বিরুদ্ধে মূল অভিযোগ সাইবার স্পেসে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত।

টিটি/এমএমকে/এমএস