পাঁচ দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন শেকৃবির ৪৯ শিক্ষার্থী
উপাচার্য ড. আব্দুল লতিফের উপস্থিতিতে এএসভিএম অনুষদের নবম ব্যাচের আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করা হয়
বিশ্বের ৫ দেশে আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৪৯ শিক্ষার্থী।
এ বছর অনুষদটির মোট ১০৮ জন শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি ভিন্ন দেশে সরাসরি ইন্টার্নশিপ কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ৪৯ জন শিক্ষার্থী বিদেশে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন, যা অনুষদের শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশভিত্তিক হিসেবে আন্তর্জাতিক ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নেপালে ১৩ জন, থাইল্যান্ডে ১৩ জন, মালয়েশিয়ায় ১৭ জন, ভিয়েতনামে ৫ জন এবং জাপানে ১ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবেন। বাকি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ ইন্টার্নশিপে অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের উপস্থিতিতে এএসভিএম অনুষদের নবম ব্যাচের আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ। সুষ্ঠু পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হবে বলে আমি আশাবাদী।
সাইদ আহম্মদ/এএমএ/এএসএম