চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫২.৩৯ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সাধারণ আসনের ফল প্রকাশ করেছে প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ‘এ’ ইউনিটে' মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর প্রায় ৯১ দশমিক ১৪ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছে ৫২.৩৯ শতাংশ শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন বলেন, ‘এ ইউনিটে পাসের হার ৫২.৩৯ শতাংশ। পর্যায়ক্রমে দ্রুত অন্য ইউনিটগুলোর ফল প্রকাশ করা হবে।’
আরএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ২ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৩ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা
- ৪ ঢাবিতে ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
- ৫ হাদিসহ সারাদেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন