ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাকসু নির্বাচন স্থগিত

হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শাবিপ্রবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে, এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধকালে এই ঘোষণা দেন ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির। এসময় স্বতন্ত্র ও অন্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, ‌‘হাইকোর্টের এই সিদ্ধান্তের মাধ্যমে সারাদেশের শিক্ষার্থীদের অধিকার হরণ করা শুরু হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। সারাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বলতে চাই, এর প্রতিবাদ আপনারা করুন। সারা বাংলাদেশকে শাটডাউন করে দিন।’

আরও পড়ুন: শাকসু নির্বাচন স্থগিত

পরে শাবিপ্রবির শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে বিক্ষোভ মিছিল জানানো হয়।

হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শাবিপ্রবি শিক্ষার্থীদের

এর আগে দুপুর সোয়া ২টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে সড়কের দুই পাশজুড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে।

শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এসএইচ জাহিদ/এসআর/জেআইএম