ঢাবিতে টয়লেট থেকে ৫টি ককটেল উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের টয়লেট থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কলা ভবনের টয়লেট থেকে ককটেলগুলো উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবর্তনের অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টায় বাথরুমে ককটেল দেখে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে খবর দেন। পরে সেগুলো উদ্ধার করার জন্য শাহবাগ থানার পুলিশকে খবর দেয় প্রশাসন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আক্তারুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাথরুমে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।