জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় অন-লাইনসহ বিভিন্ন মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।
২৭টি বিষয়ে সারাদেশে ২০৫টি কলেজের ১ লক্ষ ৩০ হাজার পরীক্ষার্থী মোট ১৪০ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। বিগত ১১ জানুয়ারি লিখিত এবং ২৪ জানুয়ারিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষে দুই মাসে পোস্টাল সার্ভিসেসের পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রসমুহের মাধ্যমে গৃহীত নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল।
উল্লেখ্য, ২০১২ সালের ৩য় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সংশোধিত ফলাফল আগামী দু’সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোন মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nuh4 Roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
আরএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো
- ২ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাবি ছাত্রদলের মিছিল
- ৩ আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ, দায়িত্বে উপাচার্য-উপ-উপাচার্যদ্বয়
- ৪ দাফনের তৃতীয় দিনেও হাদির কবরে মানুষের ভিড়, চোখে অশ্রু
- ৫ জাবির ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, শিক্ষার্থী আটক