হলের দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন
জগন্নাথ বিশ্বিবিদ্যলয়ে (জবি) হলের দাবিতে আন্দলোন করেছে শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে লাল ব্যাচ ধারণ করে তারা এ আন্দোলন করে।
আন্দোলনের অংশ হিসেবে সকাল ১০টায় ভিসি ভবন ঘেড়াও করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে স্লোগান দেয় আন্দলোনরত শিক্ষার্থীরা। এছাড়া এ সময় তারা রাস্তায় নেমে আসতে চাইলে পুলিশ বাধা দেয় এবং প্রধান ফটক বন্ধ করে দেয়।
কর্তব্যরত কতোয়ালী থানার ওসি আবুল হাসান বলেন, শোকের মাস এবং জঙ্গিবাদের কারণে আমরা তাদের রাস্তায় নেমে আন্দলোন করতে দেয়া হয়নি।
এসএম/আরএস/এবিএস