বিটেকে এক সন্দেহভাজনের অসংলগ্ন কথাবার্তা, পুলিশে সোপর্দ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) ক্যাম্পাস থেকে সন্দেহজনকভাবে চলাফেরার সময় একজনকে আটক করে কালিহাতি থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সাইফুল্লাহ। তার বাসা নাটোরে।
বুধবার (১০ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিটেক ক্যাম্পাসে চলাফেরা করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। এসময় তার আচরণ ও কথাবার্তা ছিল অসংলগ্ন। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে তাকে কালিহাতি থানা পুলিশের এএসআই শামীম দেওয়ানের কাছে হস্তান্তর করা হয়।
বিটেক প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরের দিকে এক অজ্ঞাত ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশে ক্যাম্পাসে প্রবেশ করে। নামাজ পড়ার পরও সে ক্যাম্পাসে অবস্থান করে এবং আবাসিক হলগুলোতে ঘোরাঘুরি করতে থাকে। এসময় আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চাইলে সে একেক সময় একেক পরিচয় বলতে থাকে। বিষয়টি শিক্ষার্থীরা বিটেক প্রশাসনকে জানালে প্রশাসন কালিহাতি থানায় অবহিত করে।
কালিহাতি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম দেওয়ান জানান, `বিকেলে বিটেক প্রশাসন থেকে সন্দেহভাজন ব্যক্তিটির সম্পর্কে আমাদের জানানো হয়। তাকে জেরা করার সময় তার কাছে নগদ ৩৭ হাজার টাকা, তিনটা মেমোরি কার্ড, একটি মোবাইল, তিনটি সিম কার্ড, ৪টি বিলাসবহুল বাসের টিকিট ও কাপড়-চোপড়সহ একটা হ্যান্ডব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়।`
এএসআই আরও জানান, `তিন সপ্তাহ আগে সাইফুল্লাহ বাসা থেকে নিখোঁজ হন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি টাঙ্গাইল শহরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। কিন্তু প্রকৃতপক্ষে এই নামের কোনো মাদ্রাসা টাঙ্গাইল শহরে নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।`
বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন
- ২ প্রবেশপত্র ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ৩ জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন
- ৪ শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত, বর্তমান কমিটির মেয়াদ বাড়লো ১ বছর
- ৫ ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ: জকসু জিএস