বিটেকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের মূল প্রবেশদ্বার সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক কবীর হোসেন পাটোয়ারী, ইংরেজি বিভাগের প্রভাষক নাজির হোসাইন, মাসুম বিল্লাহ, রসায়ন বিভাগের প্রভাষক আব্দুর রকিব, কোর্স কো-অর্ডিনেটর সেলিম মিয়া, চিফ ইনস্ট্রাক্টর মাহমুদুল হক, ইনস্ট্রাক্টর জাবেদ খানসহ সব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান। এসময় বক্তারা দেশে সাম্প্রতিক গুলশান এবং শোলাকিয়া ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং জঙ্গি ও সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান। পরবর্তীতে মানববন্ধন শেষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ ছয়দফায় এসে শেষ হয়।
বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন
- ২ প্রবেশপত্র ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ৩ জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন
- ৪ শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত, বর্তমান কমিটির মেয়াদ বাড়লো ১ বছর
- ৫ ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ: জকসু জিএস