হাবিপ্রবিতে জঙ্গিবাদবিরোধী পোস্টার সাঁটানো অভিযান
হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক পোস্টার সাঁটানো অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. রুহুল আমিন ও দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম। এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. রুহুল আমিন। প্রক্টর অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বলরাম রায়, দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ মো. মাহফুজ আশরাফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, দেশ ও সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দূর করতে পুলিশের উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ প্রশাসন সব অপশক্তিকে সমূলে উৎখাত করতে পারবে। জঙ্গিবাদ নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এএম/এবিএস