ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৩ জন

প্রকাশিত: ১০:৩২ এএম, ০১ নভেম্বর ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। এ বছর মোট ১৬৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৯১০ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে আরো জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদনগ্রহণ গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গত ৩১ অক্টোবর শেষ হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৮টি ইউনিটে ২৫টি বিভাগে ১৬৯৫টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়েছে ৭২ হাজার ৯১০টি। প্রতিটি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইউনিটভিত্তিক হিসেবে দেখা গেছে `এ` ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৯৬০ জন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৯ জন ভর্তিচ্ছু।

`বি` ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৯৫৬ জন। ‘বি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৩৬ জন।

`সি` ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৩ শ ৮২ জন। `সি` ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিবে ৬৪ জন শিক্ষার্থী।

`ডি` ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ২৮৯ জন। `ডি` ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৯১ জন শিক্ষার্থী।

`ই` ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেনন ১২ হাজার ৩৯১ জন। `ই` ইউনিটে প্রতি আসনে সর্বোচ্চ সংখ্যক ৯২ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবেন।

`এফ` ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২ হাজর ৯৪৪ জন আবেদন করেছেন। `এফ` ইউনিটে একটি আসনের বিপরীতে ২৯ জন পরীক্ষায় অংশ নিবেন।

`জি` ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৩২৭ জন। `জি` ইউনিটে প্রতি আসনে লড়বে ২৮ জন ভর্তিচ্ছু। এছাড়া `এইচ` ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫ হাজার ৬৬১ জন ভর্তিচ্ছু। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিবেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এআরএ/এমএস