ইবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করেন। পরে ভিসি আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এ বছর মানবিক ও সমাজবিজ্ঞান আনুষদের অধীনে ‘সি’ ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩৮২ জন আবেদন করেন। এদের মধ্য ৯ হাজার ৮৭৮ জন (৭৫ শতাংশ) ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫% শিক্ষার্থী পাস করেছে।
ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এআরএ/এমএস