ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শেষ

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচিত্র প্রদর্শনী শেষ হয়েছে বৃহস্পতিবার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের আয়োজনে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় শুরু হয়।

দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর দুইটায় এ প্রদর্শনী শেষ হয়। শেষ দিনেও গ্যালারিতে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের ছিল সরব উপস্থিতি। ছবি গ্যালারিতে ১৯৭১ সালের মার্চ থেকে ১৬ ই ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোট ৬১ টি ছবি স্থান পেয়েছে।

আলোকচিত্র পরিদর্শনে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তামান্না বিনতে বুলবুল বলেন, চিত্রের মাধ্যমে জানতে পারলাম আমার মা আমার মাটির জন্ম ইতিহাস। ছাত্র ইউনিয়নের আয়োজনের মাধ্যমে জানতে এবং দেখতে পারলাম অজানা ইতিহাসের কিছু খণ্ড চিত্র।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস