শেকৃবিতে এমএস সিড টেকনোলজি কোর্সে ভর্তি আবেদন শুরু
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএস সিড টেকনোলজি কোর্সে ভর্তি আবেদন গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে বিতরণ শুরু হয়েছে। পূরণকৃত আবেদন ফরম বুধবারের (১৯ জানুয়ারি) মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসে জমা দিতে হবে।
আবেদন ফরমের সঙ্গে সব শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশিটের সত্যায়িত ফটোকপিসহ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে। চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগ কর্তার অনুমতিপত্র সংযোজন করতে হবে।
মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২২ জানুয়ারি পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুকদের পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এমএস আবেদন ফরম পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ২৩ থেকে ২৪ জানুয়ারির মধ্যে ভর্তির সকল কার্যাদি সম্পন্ন করতে হবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।
বিএ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’